এইচআরএসসির মানবাধিকার প্রতিনিধি সম্মেলন
২৬ মার্চ (শনিবার) বিশ্ব সাহিত্য কেন্দ্রে এইচআরএসসি’র (HUMAN RIGHTS SUPPORT CENTER) দ্বিতীয় মানবাধিকার প্রতিনিধি সম্মেলন এবং বার্ষিক প্রতিবেদনের মোড়ক উম্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এইচআরএসসি’র নির্বাহী পরিচালক এস.এম মাহফুজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন ও সালিশ কেন্দ্রের পরিচালক নূর খান লিটন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের সহকারি অধ্যাপক সাইফুদ্দীন আহমেদ, এইচআরএসসি’র সহকারি সেক্রেটারী এডভোকেট মনিরুজ্জামান, আইন ও সালিশ কেন্দ্রের তদন্ত কর্মকর্তা লিয়াকত আলী। এছাড়াও আয়োজকদের মধ্যে উপস্থিত ছিলেন এইচআরএসসি’র পরিচালক আব্দুলাহ আল মামুন ও মহিউদ্দিন হিমেল, রিসার্চ ও পাবলিকেশন্স অফিসার ওমর ফারুক এবং মনিটরিং ও ডকুমেন্টেশন অফিসার রাজিব উদ্দিন প্রমূখ।
লেখাপড়া২৪.কম/এইচআরএসসি/পিআর/এমএএ