৭১ এর কালরাত স্মরণে কুয়েটে আলোর মিছিল

DSC_9746খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ’৭১ এর গণহত্যার কালরাত স্মরণে ২৫ মার্চ সন্ধ্যায় আলোর মিছিল অনুষ্ঠিত হয়েছে। কুয়েট ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর এর নেতৃত্বে মোমবাতি হাতে আলোর মিছিলে পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) প্রফেসর ড. শিবেন্দ্র শেখর শিকদার, পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. সোবহান মিয়াসহ শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী অংশ গ্রহণ করে। আলোর মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তৃতা করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর ও পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. সোবহান মিয়া। এসময় বক্তারা দৃঢ় প্রত্যয় ব্যাক্ত করে জানান, ৭১ এর মুক্তিযুদ্ধে দেশ স্বাধীন হয়েছে, এবারে দ্বিতীয় মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ থেকে যুদ্ধাপরাধী, সন্ত্রাসী নিমূল করে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়ে তোলা হবে।

 

Post MIddle

এছাড়া, “মহান স্বাধীনতা ও জাতীয় দিবস” যথাযোগ্য মর্যাদায় উদ্যাপন করার লক্ষ্যে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) পক্ষ থেকে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে।#

 

 

লেখাপড়া২৪.কম/আরএইচ

পছন্দের আরো পোস্ট