কিন্ডারগার্টেন বৃত্তি পাচ্ছে ৫৪৯৮ শিক্ষার্থী

kin.বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের ২০১৪ সালে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় ৫ হাজার ৪৯৮ জন পরীক্ষার্থী কৃতকার্য হয়েছেন। এর মধ্যে ট্যালেনপুলে ১২৮ জন, এ-গ্রেডে ৪৮০ জন, বি-গ্রেডে ৭৫০ জন, সি-গ্রেডে ১০২০ জন এবং বিশেষ গ্রেডে ৩ হাজার ১২০ জন কৃতকার্য হয়েছেন।

 

Post MIddle

শুক্রবার রাজধানী ঢাকার ৭/১ র‌্যাঙ্কিন স্ট্রিটে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সভায় সংগঠনটির শিক্ষা সম্পাদক মো. ফারুক হোসেন এ ফলাফল ঘোষণা করেন।

 

সভায় সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের কো-চেয়ারম্যান আব্দুল বাকী। সংগঠনের মহাসচিব মিসেস মনোয়ারা ভূঞা, যুগ্ম মহাসচিব মো. মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক সৈয়দ হামিদুর রহমান, প্রচার সম্পাদক আব্দুল আলীম ও আঞ্চলিক কমিটির নেতারা এ সময় উপস্থিত ছিলেন। ২০১৪ সালের ১৮ ও ১৯ ডিসেম্বর সারা দেশের ৭০টি কেন্দ্রে কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ৪০ হাজার ৪৫০ জন ছাত্র ও ছাত্রী অংশ নেয়।#

 

 

পছন্দের আরো পোস্ট