স্বাধীনতা দিবসে বাকৃবিতে ‘ফ্রেমে ফ্রেমে একাত্তর’

BAUPS Pic1মহান স্বাধীনতা দিবসে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) মুক্তিযুদ্ধের দূলর্ভ ছবি নিয়ে ‘ফ্রেমে ফ্রেমে একাত্তর’ শীর্ষক দিনব্যাপী আলোকচিত্র প্রদশর্নী অনুষ্ঠিত হয়েছে।

 

বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তন সংলগ্ন মুক্তমঞ্চে ওই প্রদর্শনীর আয়োজন করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটি। দেশ বিদেশের বিখ্যাত আলোকচিত্র শিল্পীদের মুক্তিযুদ্ধকালীন এবং পরবর্তী সময়ে তোলা ১৩২টি ছবি প্রদর্শিত হচ্ছে।

 

BAUPS Pic2জানা যায়, সকাল ১০টায় বাকৃবি উপাচার্য প্রফেসর ড. মো. আলী আকবর মুক্তযুদ্ধের দূলর্ভ ছবি নিয়ে ‘ফ্রেমে ফ্রেমে একাত্তর’ শীর্ষক দিনব্যাপী আলোকচিত্র প্রদশর্নী উদ্ভোধন ঘোষণা করেন এবং প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত করা হয়।

 

এসময় ছাত্রবিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মো. জসিমউদ্দিন খান, সংগঠনটির সভাপতি প্রফেসর ড. খান মোহাম্মদ সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক খালেদ মোহাম্মদ সাদ, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মো. ছোলায়মান আলী ফকিরসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।##

 

লেখাপড়া২৪.কম/এমএইচ

পছন্দের আরো পোস্ট