শেকৃবিতে শুভ সংঘের নবীনবরণ

12721934_203870636655669_600731730_nরাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) নবীনতম সংগঠন কালের কন্ঠ শুভ সংঘের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের বরণ করে নেয়া হয়েছে। ‘শুভ কাজে সবার পাশে’ মূলমন্ত্রে উজ্জীবিত হয়ে কিছুদিন আগে ক্যাম্পাসে পথচলা শুরু করে কালের কন্ঠ শুভ সংঘের শেকৃবি শাখা। শুক্রবার বিকেল সাড়ে ৪ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটরিয়ামে এ অনুষ্ঠান শুরু হয়।

 

সংগঠনটির সাধারণ সম্পাদক তারিক আহমেদ রুদ্রের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. শাদাত উল্লা এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কালের কন্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন। এসময় কৃষি অনুষদের ডীন অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন আহমেদ, ছাত্র উপদষ্টা অধ্যাপক ড. মো. সেকান্দার আলী, শুভ সংঘের মডারেটর মহাব্বত আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

 

12910683_203871139988952_715969268_nঅনুষ্ঠানের শুরুতেই মহান মুক্তিযুদ্ধে শহিদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। এরপর সংগঠনটির সভাপতি মশিউর রহমানের স্বাগত বক্তব্যের পর উপস্থিত ৭৫তম ব্যাচের প্রায় দুই শতাধিক শিক্ষার্থীদের রজনীগন্ধা স্টিক দিয়ে বরণ করে নেয় ৭৪তম ব্যাচের শিক্ষার্থীরা।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মো. শাদাত উল্লা বলেন, নতুন সংগঠন হিসেবে আমরা আজ তোমাদেরকে বরণ করে নিচ্ছি। তোমাদের আগামি দিনের কার্যক্রম আরও গতিময় হোক।

 

প্রধান আলোচকের বক্তব্যে ইমদাদুল হক মিলন বলেন, বাংলাদেশের সকল অর্জনের পেছনে তরুণদের অবদান অস্বীকার্য। তাই দেশ গড়তে তাদেরকেই এগিয়ে আসতে হবে। শুভ কাজে সবার পাশে থাকতে তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শুভ সংঘের সাথে যুক্ত হওয়ার আহ্বান জানান।
সংগঠনের মডারেটর জনাব মোঃ মহব্বত আলী বলেন, আজকের তরুণরাই আগামি দিনে দেশের হাল ধরবে। তাই এখন থেকেই শুভ কাজ করার অভ্যাস গড়ে তুলতে হবে।

 

সন্ধ্যায় শুভ সংঘের সদস্যরা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গনে ৭ বীরশ্রেষ্ঠ ও জাতীয় ৪ নেতার স্মরণে ১১ টি ফানুস উড়িয়ে দেয়। পরে কেন্দ্রীয় অডিটরিয়ামে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করে তারা।#

 

আরএইচ

পছন্দের আরো পোস্ট