বাকৃবিতে তনু হত্যার বিচার দাবিতে মৌন মিছিল
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী ও নাট্য কর্মী ‘সোহাগী জাহান তনু’ হত্যার প্রতিবাদে মৌন মিছিল করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীরা। শুক্রবার বিকেল ৫টার সময় মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ বিজয়’৭১ এর সামন থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থাপনা প্রদক্ষিণ করে কামাল-রণজিৎ (কে.আর) মার্কেটে এসে শেষ হয়।
মিছিল পরবর্তী সমাবেশে শিক্ষার্থীরা তনু হত্যার বিচারসহ দেশে প্রতিনিয়ত যেসব ধর্ষন হচ্ছে তার দ্রুত আইনের আওতায় আনার জন্য সরকারকে আহবান করে। উল্লেখ্য, গত রোববার সন্ধ্যায় কুমিল্লার ময়নামতি সেনানিবাস এলাকায় সোহাগী জাহান তনুকে ধর্ষণ শেষে নৃশংসভাবে হত্যা করা হয়।#
লেখপড়া২৪.কম/আরএইচ