বাউবিতে স্বাধীনতা দিবস উদ্যাপন
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে (বাউবি) যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০১৬ উদ্যাপিত হয়। প্রত্যুষে বাউবি‘র সকল কার্যালয়ে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মাধ্যমে এ কর্মসূচি শুরু হয়। উপাচার্য অধ্যাপক ড. এম এ মাননান-এর নেতৃত্বে বাউবি‘র শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ স্বাধীনতা যুদ্ধের মহান শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে জাতীয় স্মৃতি সৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন।
কর্মসূচির অংশ হিসেবে ধানমন্ডি ৩২ নম্বর সড়কে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে পুষ্পার্ঘ অর্পণ করা হয় এবং গাজীপুর ক্যাম্পাসে উপাচার্য মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৭ই মার্চের ভাষণ এর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে।
দিনব্যাপী ক্যাম্পাসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৭ই মার্চের ভাষণ ও দেশাত্ববোধক গান প্রচার করা হয় এবং সন্ধ্যায় বাউবি গাজীপুর ক্যাম্পাসে আলোকসজ্জা করা হয়।#
আরএইচ