তনু হত্যার বিচার চেয়ে ‘বৃন্ত’র গণসাক্ষর কর্মসূচী

IMG_9875গত ২০ শে মার্চ কুমিল্লা  ভিক্টোরিয়া কলেজ ছাত্রী সোহগী জাহান তনুর হত্যাকান্ডের বিচারের দাবীতে এখনও আন্দোলন অব্যাহত রয়েছে ।তারই জের ধরে ২৬ শে মার্চ বেলা ১১ টায় গণ বিশ্ববিদ্যালয়ের স্বেচছাসেবী সংগঠন  ‘বৃন্ত’  , জাতীয় স্মৃতিসৌধ প্রাজ্ঞনে  ‘সাধীনতার দিনে নারীর স্বাধীনতা চাই’  স্লোগানকে বিবেচ্য রেখে এক মানব বন্ধন ও গণসাক্ষর কর্মসূচীর আয়োজন করে ।এসময় ছাত্রছাত্রিরা তনু হত্যার সুষ্ঠবিচার চেয়ে স্লোগান দেন ।

 

এসময় উপস্থিত পিউ রায় চৌধুরী বলেন ‘ আজকের সমাজের এই অবক্ষয় একদিন মহামারী আকার ধারন করবে । তাই সরকারের উচিত তনু হত্যার সু্ষ্ঠ বিচার করে দৃষ্টান্ত মূলক শাস্তির ব্যাবস্থা করা’ ।

IMG_9860

বৃন্তের  সভাপতি বিধান মুখার্জী বলেন ‘ তনু কে যারা নির্মম ভাবে হত্যা করেছে তাদের দৃষ্টান্ত মূলক শাস্তি এবং নারীর নিাপত্তার দাবিতে আমাদের এই অবস্থান’ ।

 

এসময় অন্যান্যের মধ্যে ছিলেন বৃন্তের প্রতিষ্ঠাতা সভাপতি নাজমুল হাসান , গণ বিশববিদ্যালয় সাংবাদিক সমিতির উপদেষ্টা জনাব আসিফ আল আজাদ সহ আরও অনেকে ।

 

IMG_9850

পছন্দের আরো পোস্ট