জাবিতে মহান স্বাধীনতা দিবস পালিত

????????????????????????????????????

শনিবার যথাযোগ্য মর্যাদায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের কর্মসূচি পালন করেছেন। দিবসটি উপলক্ষে উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম সকালে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

 

Post MIddle

এ সময় প্রো-উপাচার্য অধ্যাপক ড. আবুল হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আবুল খায়ের, বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারি উপাচার্যের সঙ্গে ছিলেন। উপাচার্যের শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পর মহিলা ক্লাব, বিশ্ববিদ্যালয়ের এ্যালামনাই এসোসিয়েশন, হল প্রভোস্ট, বিভিন্ন বিভাগ, শিক্ষক সমিতি, অফিসার সমিতি, পেশাজীবী অন্যান্য সংগঠন, ছাত্র সংগঠন শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে।

 

এছাড়াও স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সূর্যোদয়ের সময় প্রশাসনিক ভবনে এবং হল অফিসে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। প্রশাসনিক ভবনে জাতীয় পতাকা উত্তোলন করেন প্রো-উপাচার্য অধ্যাপক ড. আবুল হোসেন। দিবসটি উপলক্ষে আবাসিক হলসমূহে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।##

 

লেখাপড়া২৪.কম/এমএইচ

পছন্দের আরো পোস্ট