জাবিতে স্বাধীনতা বই মেলায় দর্শনার্থীদের উপচেপড়া ভিড়
বই পড়ুন নিজে আলোকিত হন এবং অন্যকে আলোকিত করুন এই স্লোগানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়য়ে শহীদ মিনার প্রাঙ্গনের মুহুয়া তলায় স্বাধীনতা বই মেলার ৩য় দিন চলছে ।
আজ শনিবার স্বাধীনতা দিবস উপলক্ষে বই মেলায় শিক্ষার্থী এবং দর্শনার্থীদের আগমন অন্যান্য দিনের চেয়ে বেশি । মেলায় ললনাদের ঢল লক্ষ করা যায়। তাদের নানা রং বেরঙের শাড়ি পরে বইয়ের স্টলে বই কিনতে দেখা যায় ।

কয়েকটি বইয়ের স্টলে কথা বলে জানা যায়, অন্যান্য দিনের চেয়ে আজ মেলায় বই বিক্রির হার অনেক বেশি। তার সাথে দর্শনার্থীর আগমনও বেশি লক্ষ করা যায়।
বই কিনতে এসে নুজরাত জাহান রিমি বলেন, বিশ্ববিদ্যালয়ের ভিতরে বই মেলা হচ্ছে এটা আসলেই খুব আনন্দের বিষয়। আমরা যারা বই প্রেমিক আছি তাদের জন্য এ বই মেলা বিশাল এক সুযোগ তৈরি করে দিয়েছে।