খুবিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
যথাযোগ্য মর্যাদা ও বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ২৬ মার্চ শনিবার খুলনা বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০১৬ উদযাপিত হচ্ছে। এ উপলক্ষে সকাল ৬ টায় নতুন প্রশাসন ভবনের সম্মুখে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৬-৩০ মিনিটে খুলনা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।
এরপর খানজাহান আলী হল, খানবাহাদুর আহছানউল্লা হল, অপরাজিতা হল, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, স্বাধীনতা শিক্ষক পরিষদ, বিভিন্ন ডিসিপ্লিন ও চেতনায় মুক্তিযুদ্ধ এবং অন্যান্য সাংস্কৃতিক সংগঠনের পক্ষে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। এসময় ট্রেজারার খান আতিয়ার রহমান, ডিন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), ডিসিপ্লিন প্রধান, ছাত্র বিষয়ক পরিচালক, প্রভোস্ট, বিভাগীয় প্রধান, শিক্ষক, ছাত্র-ছাত্রী, কর্মকর্তা-কর্মচারিবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া অন্যান্য কর্মসূচির মধ্যে ছিলো অদম্য বাংলার সম্মুখে দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী ও বিকেল ৪ টায় মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান। এর আগে ২৫ মার্চ দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী ও সন্ধ্যায় প্রদীপ প্রজ্বলন করা হয়।#
আরএইচ