সাদার্নে স্পেস অ্যাপস চ্যালেঞ্জ প্রতিযোগিতা বিষয়ক কর্মশালা

nasaসাদার্ন ইউনিভার্সিটিতে ‘মহাকাশ গবেষণা কেন্দ্র নাসার উদ্যোগে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য ইন্টারন্যাশনাল স্পেস অ্যাপস চ্যালেঞ্জ-২০১৬’ শীর্ষক প্রতিযোগিতার প্রাক প্রস্তুতি বিষয়ক কর্মশালা সম্প্রতি ইউনিভার্সিটির হল রুমে অনুষ্ঠিত হয়েছে। মূলত স্পেস অ্যাপস চ্যালেঞ্জ সম্পর্কে ধারণা দেওয়া ও প্রতিযোগিতায় অংশগ্রহণে সবাইকে উদ্বুদ্ধ করতে এ কর্মশালার আয়োজন করা হয়। টেকনোলজিস্ট, বিজ্ঞানী, ডিজাইনার, আর্টিস্ট, এডুকেটর, উদ্যোক্তাসহ সবার অংশ্রহণ নিশ্চিত করে বৈশ্বিক বিভিন্ন সমস্যা সমাধানের জন্য উদ্ভাবনী সমাধান খুঁজে বের করাই এ প্রতিযোগিতার লক্ষ্য।

 

Post MIddle

সাদার্ন ইউনিভার্সিটির কম্পিউটার বিজ্ঞান বিভাগের উদ্যোগে বেসিস’র (বাংলাদেশ অ্যাসোসিয়শেন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস) সহযোগিতায় আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন সাদার্ন ইউনিভার্সিটির কম্পিউটার বিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম। এতে আরও উপস্থিত ছিলেন বেসিস স্টুডেন্টস ফোরাম চট্টগ্রাম চ্যাপ্টোরের কনভেনর ও নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ-২০১৬ এর চট্টগ্রাম বিভাগীয় প্রধান শাহাদাত হোসেন রিয়াদ, কর্মশালার সমন্বয়ক কম্পিউটার বিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক মো. আসিফ ইকবাল এবং শিক্ষার্থীসহ অন্যান্যরা। পরে কর্মশালায় অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ জানান সাদার্ন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. নুরুল মোস্তফা।

 

আগামী ২২ থেকে ২৪ এপ্রিল,২০১৬ বিশ্বের প্রায় ১৭০টি দেশের মতো বাংলাদেশের ঢাকা, চট্টগ্রাম,রাজশাহীতে আঞ্চলিক পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। আঞ্চলিক পর্যায়ে বিজয়ীরা যুক্তরাষ্ট্রে নাসার উদ্যোগে অনুষ্ঠিতব্য ইন্টারন্যাশনাল স্পেস অ্যাপস চ্যালেঞ্জ-২০১৬’ শীর্ষক প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে।

পছন্দের আরো পোস্ট