সোনালী সেবার মাধ্যমে ফি জমা

nuজাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রী (পাস)/ স্নাতক(সম্মান)/ স্নাতক (প্রফেশনাল)/মাস্টার্স ১ম পর্ব/মাস্টার্স শেষ পর্ব ভর্তি কার্যক্রমে যে সকল কলেজ প্রাথমিক আবেদন ফি/রেজিস্ট্রেশন ফি নির্ধারিত সময়ে ‘সোনালী সেবা’ এর মাধ্যমে জমা দেয়নি, সে সকল কলেজকে আগামী ৩০ মার্চ থেকে ১৭ এপ্রিলের মধ্যে পে স্লিপ ডাউনলোড করে নির্ধারিত ফি নিকটস্থ সোনালী ব্যাংক শাখায় জমা দেয়ার জন্য অনুরোধ করা হলো।

 

যে সকল কলেজ সংশ্লিষ্ট ভর্তি কার্যক্রমে ইতোমধ্যে সোনালী সেবার মাধ্যমে প্রাথমিক আবেদন/রেজিস্ট্রেশন ফি জমা দিয়েছে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (pms.nu.edu.bd/pms/default.aspx)এর College payment অপশনে Pending প্রদর্শিত হচ্ছে, সে সকল কলেজকে ‘সোনালী সেবা’ এর রশিদসহ সংশ্লিষ্ট ডীন দফতর বরাবর যোগাযোগ করতে অনুরোধ করা যাচ্ছে। উল্লেখিত তারিখের পর আর কোন সময় বর্ধিত করা হবে না। #

 

আরএইচ

পছন্দের আরো পোস্ট