বাকৃবিতে স্বাধীনতা দিবস চিত্রাংকন প্রতিযোগিতা
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শিশু-কিশোর চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ করিডোরে এ চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়। শিশু-কিশোর কাউন্সিল আয়োজিত এ চিত্রাংকন প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ভিতরের বিভিন্ন স্কুলে অধ্যয়নরত প্লে গ্রুপ থেকে দশম শ্রেনির শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
পরে বিকাল সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরীতে মুক্তিযুদ্ধের দুর্লভ ছবি প্রদর্শনীর উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মো. আলী আকবর। এসময় অন্যান্যদের মধ্যে ছাত্রবিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মো. জসিম উদ্দিন খান, সহকারী ছাত্রবিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মো. আলমগীর হোসেন, প্রক্টর প্রফেসর ড. একেএম জাকির হোসেন, জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের পরিচালক কৃষিবিদ ড. আমিনুর রহমান চেীধুরী উপস্থিত ছিলেন।

পরে শিশু-কিশোর কাউন্সিলের সভাপতি প্রফেসর ড. শংকর কুমার রাহার সভাপত্বিতে উক্ত চিত্রাংকন প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থতি থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আলী আকবর প্রতিযোগিদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।#
আরএইচ