চবিতে তনু হত্যার বিচার দাবিতে মানববন্ধন
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুর নির্মম হত্যার প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) মানববন্ধন করেছে ছাত্রলীগের একাংশ বাংলার মুখ। বৃহস্পতিবার সকাল সাড়ে ১২ টায় চবি বঙ্গবন্ধু চত্বরে (প্রশাসনিক ভবনের সামনে) মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে সংহতি প্রকাশ করেন দর্শন বিভাগের সভাপতি ড. এন,এইচ,এম আবু বক্কর এবং সিন্ডিকেট সদস্য মাসুম আহমেদ। সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ রাশেদুল আলম জিশানের সঞ্চালনায় উক্ত মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলার মুখের সভাপতি এবং চবি ছাত্রলীগের সাবেক ক্রীড়া সম্পাদক মোঃ মামুন।

সাধারণ শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন ফারিয়া উলফাত সাঈদ,লোকপ্রশাসন বিভাগের ইশরাত জাহান ইরা, তজুল ইসলাম, মোঃ মোহসিন।#
আরএইচ