জাবি শিক্ষার্থীদের নবীন বরণ

srজাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সায়েন্স ক্লাবের উদ্যোগে নতুন শিক্ষার্থীদের বরণ ও উচ্চ শিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে জহির রায়হান মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ১ম পর্বে গাণিতিক ও পদার্থ বিজ্ঞান অনুষদ ও জীব বিজ্ঞান অনুষদের ১৫ টি বিভাগের প্রায় ৭০০ শিক্ষার্থী নতুন শিক্ষার্থীকে বরণ করে নেওয়া হয়।

 

দ্বিতীয় পর্বের মূল আকর্ষণ ছিল মাদাম কুরীর জীবনী। ক্লাবের উপদেষ্টা ও বিশিষ্ট পদার্থ বিজ্ঞানী অধ্যাপক এ এ মামুন মাদাম কুরীর জীবনী নতুন শিক্ষার্থীদের কাছে তুলে ধরেন। উচ্চ শিক্ষার জন্য কিভাবে বাইরে যাওয়া যায় এ বিষয়ে আলোচনা করেন পদার্থ বিজ্ঞান বিভাগের প্রভাষক কামাল হোসেন এবং গবেষণা পত্র পরিবেশনা নিয়ে আলোচনা করেন ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক মো. ফকরুল ইসলাম।

 

Post MIddle

সাইন্স ক্লাবের সাধারণ সম্পাদক শাহরীয়ার কবির সোহাগ এর সঞ্চালনায় ক্লাবের সভাপতি আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. খবির উদ্দিন, পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিক্স বিভাগের প্রভাষক মো. তাজউদ্দিন সিকদার, মাইক্রোবায়োলজি বিভাগের প্রভাষক তাসলিন জাহান মৌ প্রমুখ।

 

লেখাপড়া২৪.কম/জাবি/শারমিন/এমএএ

পছন্দের আরো পোস্ট