গণবিতে এমপিএলে চ্যাম্পিয়ন ইনক্রিডিবল ৬৭৮

12494905_1172709706113221_4252850746013816005_nগণ বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজী প্রিমিয়ার লীগ- ২০১৬ এর ফাইনাল সম্পন্ন হয়েছে। এতে‘মাইক্রো ট্রিমেনডিয়াসকে’ পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে ‘ইনক্রিডিবল ৬৭৮’।

 

943993_1172709516113240_7236740334566842899_nবুধবার দুপুর ১১টায় ‘ইনক্রিডিবল ৬৭৮’ টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। ব্যাটে নেমে তারা ১৪ ওভার খেলে ৮ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১১২ রান। জবাবে ‘মাইক্রো ট্রিমেনডিয়াস’ ১৪ ওভারে ৯ উইকেট হারিয়ে ৯৮ রান করতে সক্ষম হন। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ শিরোপা লাভ করেন ২২তম ব্যাচের মো. মাহমুদুল হাসান মাসুদ এবং ম্যান অব দ্যা সিরিজ হন ২৪ তম ব্যাচের সিয়াম।

 

মাইক্রোবায়োলজী বিভাগের প্রধান ড. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন গণ বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর মেসবাহ উদ্দিন আহমেদ। এসময় বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজী বিভাগের সকল শিক্ষক ও কয়েক শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।#

 

আরএইচ

পছন্দের আরো পোস্ট