১ম বর্ষ স্নাতক প্রফেশনাল কোর্সে ভর্তির পূণঃ আবেদন

NATIONALজাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (পাস) ও ১ম বর্ষ স্নাতক (সম্মান) প্রফেশনাল ভর্তি কার্যক্রমে যে সকল শিক্ষার্থী প্রথম পর্যায়ে প্রাথমিক আবেদন করেনি, সে সকল শিক্ষার্থী আগামী ২৯ মার্চ ২০১৬ তারিখ বিকাল ৪টা থেকে ০৩ এপ্রিল ২০১৬ তারিখ রাত ১২টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবে।

 

এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.edu.bd/admissions অথবা admissions.nu.edu.bd থেকে জানা যাবে। আজ বুধবার (২৩মার্চ) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

উল্লেখ্য এ সকল নতুন প্রাথমিক আবেদনকারীদের কোন মেধা তালিকা প্রকাশ করা হবে না তৎপরবর্তীতে তাদের মেধা তালিকায় স্থান পেতে অবশ্যই রিলিজ স্লিপের মাধ্যমে অনলাইনে প্রাথমিক আবেদন করতে হবে। সংশ্লিষ্ট কলেজ কর্তৃক এ ধরনের শিক্ষার্থীদের আবেদন অনলাইনে নিশ্চয়ন না করা হলে তারা রিলিজ স্লিপের মাধ্যমে আবেদন করতে পারবে না। রিলিজ স্লিপের অনলাইন আবেদনের সময়সূচি পরবর্তীতে উল্লিখিত ওয়েবসাইট এর মাধ্যমে জানানো হবে।

 

 

পছন্দের আরো পোস্ট