বাউবি’তে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার কর্মসূচী

IMG_8310বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসে আজ বুধবার (২৩ মার্চ, ২০১৬) তারিখে বিনামূল্যে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এ মাননান স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচী উদ্বোধন করে বলেন, কর্মক্ষেত্রে সুষ্ঠুভাবে দায়িত্ব পালনে সুস্বাস্থ্য অত্যন্ত জরুরী।

 

Post MIddle

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের অর্থায়নে ২৬ বছরের ইতিহাসে প্রথমবারের মতো এ কর্মসূচী নেয়া হয়। এ কর্মসূচীতে ৪টি পর্যায়ে সকলের স্বাস্থ্য পরীক্ষা করা হবে। কিডনি ডিজেস এন্ড রিসার্স গ্রুপ (কে ডি আর জি) ডাঃ মাসুদ ইকবাল ও ডাঃ সারোয়ার ইকবাল-এর নেতৃত্বে ২৮ জনের চিকিৎসকদল এতে অংশগ্রহণ করেন।

 

কর্মসূচীতে ইউনিহেলথ ভেকসিনেশন সেন্টার বিনামূল্যে ঔষুধ প্রদান করে। স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচীতে প্রথম পর্যায়ে ৩০০ জন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর রক্তের নানাবিধ পরীক্ষা করা হয়।

পছন্দের আরো পোস্ট