জাবিতে স্বাধীনতা বই মেলা শুরু
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) বাংলা বিভাগের আয়োজনে আগামী কাল থেকে ৭দিন ব্যাপি স্বাধীনতা বই মেলা শুরু হচ্ছে। প্রতিদিন বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গনের মুহুয়া তলায় এ বই মেলা বসবে। ইতোমধ্যে বই মেলার সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে বলে জানান মেলার আহ্বায়ক ড. তারেক রেজা।
এবারে মেলায় মোট ৩৯টি প্রকাশনী সংস্থা অংশ নিচ্ছে। মেলা উপলক্ষে প্রতিদিন সন্ধায় থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান, ও শিল্প- সাহিত্য- সংস্কৃতি বিষয়ক সেমিনার।
লেখাপড়া২৪.কম/জাবি/শারমিন/এমএএ