খুবির সহকারী অধ্যাপক আন্তর্জাতিক কনফারেন্সে
খুলনা বিশ্ববিদ্যালয়ের ড্রইং এন্ড পেইন্টিং ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক মোঃ তরিকত ইসলাম ভারতের আসাম প্রদেশে অবস্থিত আসাম বিশ্ববিদ্যালয়, শিলচর এর ডিপার্টমেন্ট অব ভিস্যুয়াল আর্টস এর আয়োজনে দু’দিনব্যাপী “ভিস্যুয়াল ন্যারেটিভস অব নর্থ-ইস্ট ইন্ডিয়া ইস্যুজ অব আইডেনটিটি এন্ড এথনিসিটি ইন এ মাল্টিকালচারাল স্পেস” শিরোনামে এ আন্তর্জাতিক সেমিনারে যোগদেন।

তিনি এই কনফারেন্সে “ফোক আর্ট অব বাংলাদেশঃ আইডেনটিটি এন্ড গ্লোবালাইজেশন” শিরোনামে তাঁর নিবন্ধ উপস্থাপন করেন। কনফারেন্সে ভারতের আসাম, মিজোরাম, নাগাল্যান্ড, মনিপুর, মেঘালয়, পশ্চিমবঙ্গসহ বিভিন্ন প্রদেশ থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের স্বনামধন্য ব্যক্তিত্ব তাঁদের নিবন্ধ উপস্থাপন করেন। কনফারেন্সে আগত অতিথিবৃন্দ মোঃ তরিকত ইসলামের নিবন্ধটির ভূয়শী প্রসংশা করেন।