এইউবির পরীক্ষা কমিটির সভা
২২ মার্চ এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর পরীক্ষা কমিটির সভা বোর্ডরুমে অনুষ্ঠিত হয়। পরীক্ষা নিয়ন্ত্রক কে,এম, মনিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন এইউবির প্রতিষ্ঠাতা ও উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক। সভায় স্প্রিং ২০১৬ সেমিস্টারের চুড়ান্ত পরীক্ষা গ্রহণের প্রস্তুতি ও অন্যান্য দিক নিয়ে আলোচনা করা হয়।
প্রধান অতিথি বলেন, সকল শিক্ষক ও পরীক্ষা সংশ্লিষ্ট সকলকে সতর্কতার সাথে পরীক্ষা গ্রহণ কার্যক্রম সম্পন্ন করতে হবে। উপাচার্য মহোদয় পরীক্ষায় স্বচ্ছতা, নকলমুক্ত পরিবেশ বজায় রাখার ব্যাপারে পরীক্ষা কমিটিকে বিশেষ নির্দেশনা প্রদান করেন। সকল ফ্যাকাল্টির সম্মানিত ডিনগন, বিভাগীয় প্রধানগণ এ সভায় উপস্থিত ছিলেন।
লেখাপড়া২৪.কম/এইউবি/রনি/এমএএ