লাল সবুজের পতাকা

1446817875সবুজ মাঠের মধ্যখানে লাল সূর্যের উকিঁ
লাল সূর্য নয় তো সেথা, লাল রক্ত দেখি।
এই পতাকা পাবো বলে যুদ্ধ করেছি আমি
অনেক ত্যাগ রক্তে গড়া আমার জন্মভূমি।

 

ধনী গরীর মুচি মেথর ধরে ছিলাম হাত
আমার মায়ের সন্তানেরা চিনিয়েছিলো জাত।
জন্ম দিতে এই পতাকা জীবন গেল কত
শত মায়ের সম্মান গেল চিল শকুনের মত।

 

Post MIddle

যখন দেখি সেই পতাকা লুটায় ধুলোর মাঝে
কষ্টে আমার বুকটা ফাটে, মরতে ইচ্ছে জাগে।
ঝান্ডা হাতে চলো তরুণ, নও তো তুমি একা
সঙ্গে আছে তোমার সাথে লাল সবুজের পতাকা।

 

লাল সবুজের এই পতাকা হৃদয় মাঝে আকিঁ
আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি।

 

লেখাপড়া২৪.কম/আরএইচ

পছন্দের আরো পোস্ট