বিইউবিটি’তে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস

Imageবাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি (বিইউবিটি) তে ভাব-গাম্ভীর্যের মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০১৬ পালন করা হয়েছে| এ উপলক্ষে ২১ মার্চ (সোমবার) মিরপুরে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের স্থায়ী কাম্পাসে এক আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে হাজার বছরের এই শ্রেষ্ঠ বাঙ্গালীকে স্মরণ করা হয়| আলোচনা সভায় মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোঃ আবু সালেহ|

 

উপাচার্য তার দীর্ঘ বক্তৃতায় বঙ্গবন্ধুর জীবনের বিভিন্ন ঘটনা সম্পর্কে আলোকপাত করতে গিয়ে সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠায় বঙ্গবন্ধুর রাজনৈতিক প্রজ্ঞা, নেতৃত্বের গুণাবলী, মানবিক গুণাবলি ও তার মহান অবদান তুলে ধরেন| তিনি বলেন, বঙ্গবন্ধুর সংক্ষিপ্ত জীবনের অবদান আমাদের জীবনে অনন্য উদাহরণ হয়ে আছে| উপাচার্য আরো বলেন, তরুণ প্রজন্মকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তলার জন্য এখন থেকেই বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে হবে|

 

Post MIddle

বিশ্ববিদ্যালয়ের ট্রাষ্টি বোর্ডের সভাপতি এ এফ এম সরওয়ার কামালের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক এনায়েত হোসেন মিয়া, কলা ও মানবিক অনুষদের ডীন অধ্যাপক সৈয়দ আনয়ারুল হক, প্রক্টর অধ্যাপক মিঞা লুত্ফার রহমান ও ইংরেজি বিভাগের প্রধান ড. মোঃ মহসিন রেজা| পরে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এ বি এম বদরুদ্দোজা মিয়া বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন|

 

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডীন, রেজিস্ট্রার, যুগ্ম রেজিস্ট্রার, বিভাগীয় প্রধানগণ, উপ-রেজিস্ট্রার, শিক্ষক, ছাত্র- ছাত্রী, কর্মকর্তা ও বিপুল সংখ্যক প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক এ সময় উপস্থিত ছিলেন| পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়| এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষাথীরা অংশ নেয়|

 

 

পছন্দের আরো পোস্ট