প্রধানমন্ত্রীর বৃত্তি পাবে স্নাতকোত্তরের শিক্ষার্থীরাও

1110স্নাতক শ্রেণির পাশাপাশি স্নাতকোত্তরের শিক্ষার্থীদেরও প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে বৃত্তি দিতে আইন সংশোধন করছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার ১০১তম বৈঠকে ‘প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট আইন’ সংশোধনের প্রস্তাব অনুমোদন পায়।

 

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের বলেন, এতোদিন প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে স্নাতক শ্রেণি পর্যন্ত বৃত্তির ব্যবস্থা ছিল। স্নাতকোত্তরের শিক্ষার্থীদের বৃত্তি দেওয়ার জন্য আইনে কোনো বিধান ছিল না। “আইন সংশোধন করে নতুন ধারা যুক্ত করায় মাস্টার্স, এমফিল, পিএইচডি কোর্সের শিক্ষার্থীরাও বৃত্তি পাবেন।”

 

Post MIddle

আগের আইনের অধীনে সরকারকে বিধি এবং প্রবিধান প্রণয়নের ক্ষমতা দেওয়া থাকলেও নীতিমালা প্রণয়নের ক্ষমতা ছিল না। আইনটি সংশোধন করে সরকারকে নীতিমালা প্রণয়নের ক্ষমতাও দেওয়া হয়েছে বলে মন্ত্রিপরিষদ সচিব জানান।#

 

লেখাপড়া২৪.কম/আরএইচ

পছন্দের আরো পোস্ট