সিএমইএস এ ছাত্র-শিক্ষক পরিবার দিবস উদযাপন

DSC05043গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার কায়েতপাড়া গ্রামে ২১-২২ মার্চ দুই দিন ব্যাপি ছাত্র-শিক্ষক পরিবার দিবস গ্রাজুয়েট মেলা সাথে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান-২০১৬ অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন ইউনিট অর্গানাইজার রাশেদুল ইসলাম। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিএমইএস এর কায়েতপাড়া ইউনিটের সভাপতি আব্দুল্লাাহ আল মামুন(কাজল)।

 

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বরমী ডিগ্রী কলেজের আজীবন দাতা সদস্য জহির“ল ইসলাম(লিটন), বরমী ইউনিয়নের সাবেক সদস্য রিজিয়া পারভীন, দীন ইসলাম, শরিফুল ইসলাম, আবজাল হোসেন, মঈন উদ্দিন, রফিকুল ইসলাম, মনির“ল ইসলাম, তনুশ্রী মন্ডল প্রমুখ।

 

Post MIddle

দুইদিন ব্যাপি অনুষ্ঠানে বিদ্যালয়ের গ্রাজুয়েট ব্যবসায়ীরা মেলায় স্থানীয় ব্যবসায়ীদের সহযোগিতায় গার্মেন্টস, কার্পেন্ট্রি, ওয়েল্ডিং, এগ্রো ট্রেডের প্রদর্শনী-বিক্রি করেন। মোট স্কুল অংশগ্রহণ করে মৌলিক বিদ্যালয় ৮টি, অগ্রসর মৌলিক বিদ্যালয় ৪টি, প্রযুক্তি কেন্দ্র ১টি।

 

লেখাপড়া২৪.কম/সিএমইএস/তারেক/এমএএ

পছন্দের আরো পোস্ট