রুয়েট অফিসার্স এ্যাসোসিয়েশনের শপথ
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)এর অফিসার্স এ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। বিকেল চারটায় কেন্দ্রীয় ক্যাফেটেরিয়াতে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাঃ রফিকুল আলম বেগ। তিনি অফিসার্স এ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য সদস্যদের ফুলের তোড়া দিয়ে বরণ করেন। এ সময়ে প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. বেগ নবনির্বাচিত কমিটিকে রুয়েটের সার্বিক উন্নয়নে এবং অগ্রযাত্রায় প্রশাসনের সাথে যৌথভাবে কাজ করার আহ্ববান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত রেজিষ্ট্রার প্রফেসর ড. মোঃ মোশাররাফ হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অফিসার্স এ্যাসোসিয়েশনের আহ্বায়ক মোঃ মাহবুবুল আলম, ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক তৌহিদ আরিফ খান চৌধুরী এবং সদ্য দায়িত্বপ্রাপ্ত সভাপতি শাহনেওয়াজ সরকার সেডু।
লেখাপড়া২৪.কম/রুয়েট/পিআর/এমএএ