জাবির জার্নালিজম বিভাগের নতুন সভাপতি

11000657_10204167019320391_6112069191574945286_nজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যায়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছে উজ্জ্বল কুমার মণ্ডল। মঙ্গলবার বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ ৯ (১) ধারা অনুযায়ী তিনি এ দায়িত্ব গ্রহণ করেন।দায়িত্ব গ্রহণ করে তিনি বলেন, আগেও যেমন শিক্ষক ছিলাম এখনো আছি। বিভাগের সকলের সহযোগিতায় কাজ করে যেতে চাই।

 

Post MIddle

সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় বিভাগীয় শিক্ষক-শিক্ষার্থীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায়।

 

লেখাপড়া২৪.কম/জাবি/শারমিন /এমএএ

পছন্দের আরো পোস্ট