জাবি প্রেস ক্লাবের নির্বাচন

Desktopজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের ২০১৫-১৬ কার্যনির্বাহী কমিটির নির্বাচন সোমবার আড়ম্বরপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক ভোরের কাগজের জাবি প্রতিনিধি রিজু মোল্লা এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক কালের কণ্ঠের জাবি প্রতিনিধি তানজিদ বসুনিয়া।

 

এছাড়া সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মো: শামসুজ্জামান (ইউ.এন.বি), যুগ্ম-সম্পাদক জুনাইদ আহমেদ(দৈনিক সংবাদ প্রতিদিন), কোষাধ্যক্ষ প্রত্যাশা প্রমিতি সিদ্দিক (পূর্ব-পশ্চিমবিডি.কম), দপ্তর সম্পাদক জি.এম আবু তাহের (দৈনিক ভোরের পাতা), প্রচার ও প্রকাশনা সম্পাদক ইলিয়াস আহমেদ খান(বিডিরিপোর্ট২৪.কম)। কার্যকরী সদস্য হিসাবে নির্বাচিত হয়েছেন রেজাউল ইসলাম প্রামানিক(এবিনিউজ২৪.কম), মোহাম্মদ মূসা(দৈনিক কালবেলা), আবু সায়েম(ওএনএন২৪.কম), দেবজ্যোতি ঘোষ(দ্য এশিয়ান এইজ)। সোমবার সকাল দশটা থেকে দুপুর ১টা পর্যন্ত জাবি প্রেস ক্লাব কার্যালয়ে বিশ্ববিদ্যালয়ে কর্মরত বিভিন্ন সংবাদ মাধ্যমের ৩৩ জন সাংবাদিক ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটগ্রহণ শেষে দুপুর দুইটায় ফলাফল ঘোষণা করা হয়।

 

Post MIddle

জাবি প্রেস ক্লাবের কার্যকরী পরষিদ ২০১৫-১৬ এর প্রধান নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেন আই.আই.টি’র ভারপ্রাপ্ত পরিচালক সহযোগী অধ্যাপক কে. এম. আককাছ আলী, সহকারী নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেন সহকারী অধ্যাপক মিসেস সেলিনা আক্তার ও প্রভাষক নূসরাত জাহান। নির্বাচন চলাকালে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তপন কুমার সাহা, সহকারী প্রক্টর উজ্জ্বল কুমার মন্ডল, প্রেস ক্লাবের সাবেক উপদেষ্টা শেখ আদনান ফাহাদ, সাভার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও মাদক বিরোধী জোটের সভাপতি মিঠুন সরকার প্রেস ক্লাব পরিদর্শন করেন।

 

নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. ফারজানা ইসলাম, সাভার প্রেস ক্লাব, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব, রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোর্টাস ইউনিটি, গণ-বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, জাবি ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদ, ছাত্রফ্রন্ট, জাবি ছাত্রদলসহ ক্যাম্পাসের বিভিন্ন সংগঠন।

 

লেখাপড়া২৪.কম/জাবি/পিআর/এমএএ

পছন্দের আরো পোস্ট