কুয়েটে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

Civilখুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর পুরকৌশল বিভাগের কৃতি শিক্ষার্থীদের (২১ মার্চ) সোমবার বিকালে পুরকৌশল বিভাগের সেমিনার কক্ষে অনুষ্ঠিত এক অনুষ্ঠানের মাধ্যমে বৃত্তি প্রদান করা হয়েছে। সেনা কল্যান সংস্থার এলিফ্যান্ট ব্র্যান্ড সিমেন্ট এর সৌজন্যে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর।

 

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুরকৌশল বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোঃ হারুনুর রশিদ, মঙ্গলা সিমেন্ট ফ্যাক্টরীর উপ মহাপরিচালক কর্ণেল এ বি এম মিজানুর রহমান, পরিচালক (ছাত্র কল্যান) প্রফেসর ড.সোবহান মিয়াসহ অন্যান্য শিক্ষকবৃন্দ, বৃত্তি প্রাপ্ত ও অন্যান্য শিক্ষার্থীবৃন্দ এবং এলিফ্যান্ট ব্র্যান্ড সিমেন্টের বিক্রয় ও বিপণন সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।

 

Post MIddle

উলেখ্য, উক্ত অনুষ্ঠানে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ, স্বারক উপহার প্রদান করা হয় এবং এলিফ্যান্ট ব্র্যান্ড সিমেন্টের উৎপাদন, গুনগতমান ও ব্যবহার বিষয়ে একটি শিক্ষামূলক কারিগরি উপস্থাপনা মাল্টি মিডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরা হয়।

 

লেখাপড়া২৪.কম/কুয়েট/পিআর/এমএএ

পছন্দের আরো পোস্ট