ঢাবি উপাচার্যের এ্যাওয়ার্ড লাভ

pic-1 (2)জ্ঞান অর্জন, শিক্ষা বিস্তার এবং মানবতাবাদী কর্মকা-ের মাধ্যমে সমাজে শান্তি প্রতিষ্ঠায় বিশেষ অবদানের  জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিককে ‘সিদ্ধার্থ  ইউনাইটেড স্যোসাল ওয়েলফেয়ার মিশন’ এর উদ্যোগে SUSWM  World Peace Award এবং Dr. B.R. Amberdkar Great Wisom-Gem Award প্রদান করা হয়েছে।

 

Post MIddle

গত ১৩ মার্চ ২০১৬ রবিবার অপরাহ্নে কলকাতায় ‘সিদ্ধার্থ ইউনাইটেড স্যোসাল ওয়েলফেয়ার মিশন’ অডিটোরিয়ামে আয়োজিত বিশ্ব শান্তি সম্মেলনে তাঁকে এই এ্যাওয়ার্ড প্রদান করা হয়। সম্মেলনে উপাচার্য প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

পছন্দের আরো পোস্ট