‘মাদরাসা শিক্ষার প্রসারে কাজ করছে সরকার’

nahidমাদরাসা শিক্ষার প্রসারে আওয়ামী লীগ সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। শনিবার চট্টগ্রাম নগরীর এন মোহাম্মদ কনভেনশন সেন্টারে ‘মাদরাসা শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও আধুনিকীকরণ’ শীর্ষক আলোচনা সভা ও প্রশিক্ষণ কর্মশালায় তিনি এ কথা জানান। ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় ঢাকা এ প্রশিক্ষণ কর্মশালা ও আলোচনা সভার আয়োজন করে। এতে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী আরও বলেন, নির্বাচনের সময় আওয়ামী লীগ ও নৌকা প্রতীকের বিরুদ্ধে ইসলাম ধর্মকে ব্যবহার করা হয়। অথচ আওয়ামী লীগ সরকারই মাদরাসা শিক্ষার প্রসারে কাজ করে যাচ্ছে। সারা দেশে ১ হাজার ১৩০ মাদরাসা ভবন তৈরি করেছে সরকার। এছাড়া আরও ১ হাজার ৮০০ ভবন নির্মাণ করার পরিকল্পনা নেয়া হয়েছে। স্নাতক কোর্স চালু করা হয়েছে ৩১ মাদরাসায়। মন্ত্রী বলেন, আরবি বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচি প্রণয়নে প্রকৃত আলেম তৈরির বিষয়টি গুরুত্ব দিতে হবে। পাঠ্যসূচি এমনভাবে করতে হবে যাতে এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্য ও আশা পূরণ হয়। শিক্ষার্থীদের এমনভাবে তৈরি করতে হবে, যাতে তারা দেশ ও দেশের বাইরেও কাজে আসে।

 

Post MIddle

সভার মুখ্য আলোচক ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান বলেন, আরবি বিশ্ববিদ্যালয়ের জন্য সবাই মিলে একটি পাঠ্যসূচি ঠিক করতে হবে। এতে কোরআন-হাদিস শিক্ষার পাশাপাশি জীবনমুখী শিক্ষাও থাকবে, যাতে মাদরাসা থেকে পাস করে কাউকে অন্যের কাছে হাত পাততে না হয়। আমরা মাদরাসা শিক্ষার মঙ্গল চাই। আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মুহাম্মদ আহসান উল্লাহর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ইফতেখার উদ্দিন চৌধুরী, মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এ কে এম ছায়েফ উল্লা, বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মুহাম্মদ হুছামুদ্দীন চৌধুরী ও বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছিনের মহাসচিব শাব্বির আহমদ মোমতাজী। সভায় অংশ নেন চট্টগ্রাম বিভাগের ৩১৬ ফাজিল ও কামিল মাদরাসার অধ্যক্ষ ও উপাধ্যক্ষরা। দ্বিতীয় অধিবেশনে কর্মশালা অনুষ্ঠিত হয়।#

 

লেখাপড়া২৪.কম/আরএইচ

পছন্দের আরো পোস্ট