বায়োকেমিস্ট্রি অলেম্পিয়াডে শাবিপ্রবির সাফল্য
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১০ সালে ৩০ জন উদ্যোমী ছাত্র- ও কয়েকজন তরুণ শিক্ষক নিয়ে যাত্রা শুরু করে বি এম বি বিভাগ। যাত্রা শুরুর পর থেকে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও গবেষণামূলক কর্মকাণ্ডে বিভাগের ছাত্র-শিক্ষকরা শাবিপ্রবি তথা জাতীয় পর্যায়ে নেতৃত্ব দিয়ে আসছে।
গত ফেব্রুয়ারি মাসে বিভাগের শিক্ষক এস এম সাইফুদ্দিন সরকারের ইউজিসি-বিশ্বব্যাংক এর ৬ কোটি টাকার গবেষণা ফান্ড লাভ এর অন্যতম। বসে নেই অন্য ছাত্র-শিক্ষকরাও, বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সেমিনার ও জার্নালে ছাত্র- শিক্ষকদের প্রবন্ধ নিয়মিতয় বের হচ্ছে । সর্বশেষ যে সাফল্যটি বিভাগের ছাত্র -ছাত্রীরা শাবিপ্রবিকে এনে দিয়েছে তা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত ৭ম বায়োকেমিস্ট্রি অলেম্পিয়াড এ তৃতীয় স্থান অর্জন। জয়ী দলের সদস্যরা হচ্ছেন অনন্যা দত্ত ও আফিয়া প্রেমা । উল্লেখ্য যে গত ষষ্ঠ ও পঞ্চম বায়োকেমিস্ট্রি অলেম্পিয়াডেও শাবিপ্রবি যথাক্রমে তৃতীয় ও দ্বিতীয় স্থান অর্জন করে ।#
লেখাপড়া২৪.কম/আরএইচ