
জাবিতে স্বাধীনতা বইমেলা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বাংলা সংসদের উদ্যোগে সাতদিন ব্যাপী ‘স্বাধীনতা বইমেলা-২০১৬’ বৃহস্পতিবার (২৪মার্চ) থেকে শুরু হবে। রবিবার বাংলা বিভাগের সেমিনার কক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মেলার আহ্বায়ক ও বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. তারেক রেজা। বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় নতুন কলা ভবনের সামনে এ মেলার উদ্বোধন করবেন জাবি উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম ও বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান।
বেলা এগারোটায় শুরু হয়ে মেলা রাত ৮টা পর্যন্ত চলবে। তৃতীয় বারের মতো এ স্বাধীনতা বইমেলা উপলক্ষে বাংলা বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের প্রকাশিত গ্রন্থ নিয়ে প্রকাশনা উৎসব, শিল্প-সাহিত্য-সংস্কৃতি বিষয়ক সেমিনার ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে।

মেলার প্রত্যেকদিন সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাশে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হবে। মেলার ৪র্থ থেকে সপ্তমদিন (২৭,২৮,২৯,৩০মার্চ) মোট চারদিন বেলা এগারোটায় বিভাগের ২২০ নং শ্রেণীকক্ষে সেমিনার অনুষ্ঠিত হবে। বইমেলায় দেশের গুরুত্বপূর্ন গবেষণা প্রতিষ্ঠান, সংগঠন, প্রকাশনা সংস্থা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অংশগ্রন করবেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. আবু দায়েন, সহযোগী অধ্যাপক ড. মো.খোরশেদ আলম প্রমুখ।
লেখাপড়া২৪.কম/জাবি/শারমিন/এমএএ