চৌগ্রাম স্কুল এন্ড কলেজে শতবর্ষ ও পূর্নমিলনী

CHawgram222-300x225নাটোরের সিংড়ায় চৌগ্রাম উচ্চ বিদ্যালয় ও কলেজের শতবর্ষ ও পূর্নমিলনী অনুষ্ঠিত হয়েছে। ১৯ মার্চ শনিবার বেলা সাড়ে ১১টায় প্রতিষ্ঠানের মাঠ প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি। প্রতিষ্টানের ম্যানেজিং কমিটির সভাপতি উপজেলা চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্মৃতিচারণামূলক বক্তব্য দেন, সিংড়া দমদমা পাইলট স্কুল ও কলেজের সাবেক অধ্যক্ষ শারফুল ইসলাম তারা।

 

এসময় প্রতিষ্ঠানের শিক্ষক আবু বক্করের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, নাটোরের পুলিশ সুপার শ্যামল কুমার মুখ্যার্জী, জেলা পরিষদের প্রশাসক সাজেদুর রহমান খান, প্রতিষ্ঠানের অধ্যক্ষ আবুল কালাম আজাদ নজু, সিংড়া পৌরসভার মেয়র মোঃ জান্নাতুল ফেরদৌস, স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলতাব হোসেন প্রমুখ।#

 

লেখাপড়া২৪.কম/আরএইচ

পছন্দের আরো পোস্ট