রাবি আইবিএ’র বিবিএ প্রথম ব্যাচের নবীনবরণ

????????????????????????????????????

রাজশাহী বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট অব বিজনেস এ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ)-এর বিবিএ প্রথম ব্যাচের নবীনবরণ আজ শনিবার আইবিএ ভবনে অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসর মো. শাহ নওয়াজ আলী ও বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর সায়েন উদ্দিন আহমেদ।

 

Post MIddle

বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিনের সভাপতিত্বে এই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর মু. রফিকুল ইসলাম ও ধন্যবাদ জ্ঞাপন করেন প্রফেসর মো. মহসিন-উল-ইসলাম। অনুষ্ঠানে ইনস্টিটিউটের সাবেক পরিচালক প্রফেসর অভিনয় চন্দ্র সাহা শুভেচ্ছা বক্তব্য রাখেন। এছাড়া নবাগত শিক্ষার্থীদের মধ্যে আসিফ হাসানও বক্তব্য রাখেন।

 

ইনস্টিটিউটের প্রফেসর মো. হাছানাত আলী অনুষ্ঠানটি উপস্থাপনা করেন। নবীনবরণের শেষ পর্বে ছিল আইবিএ বিজনেস ক্লাব স্পার্ক এর উপস্থাপনায় সাংস্কৃতিক অনুষ্ঠান।

পছন্দের আরো পোস্ট