তোকেই শুধু চাই
বুকে পাথর হয়ে জমে
পাগলি রে তুই গলিয়ে দে সে পাথর
তোর বুকেরই ওমে।
না হলে যে হব নিথর
সারা দেহ হবে পাথর
আজ যে আমি বড্ড কাতর
জীবন যাবে থেমে।
উৎসর্গঃ মিনু আহমেদকে
কবিঃ নাজিম আহমেদ।
সরকারী কে সি কলেজ, ঝিনাইদহ।
বুকে পাথর হয়ে জমে
পাগলি রে তুই গলিয়ে দে সে পাথর
তোর বুকেরই ওমে।
না হলে যে হব নিথর
সারা দেহ হবে পাথর
আজ যে আমি বড্ড কাতর
জীবন যাবে থেমে।
উৎসর্গঃ মিনু আহমেদকে
কবিঃ নাজিম আহমেদ।
সরকারী কে সি কলেজ, ঝিনাইদহ।
Prev Post