তোকেই শুধু চাই

IMG_20160217_2204আমার ছোট ছোট চাওয়াগুলো রোজ

বুকে পাথর হয়ে জমে

পাগলি রে তুই গলিয়ে দে সে পাথর
তোর বুকেরই ওমে।

না হলে যে হব নিথর

সারা দেহ হবে পাথর

আজ যে আমি বড্ড কাতর

জীবন যাবে থেমে।

উৎসর্গঃ মিনু আহমেদকে
কবিঃ নাজিম আহমেদ।
সরকারী কে সি কলেজ, ঝিনাইদহ।

পছন্দের আরো পোস্ট