ঢাবিতে ৭ম বায়োকেমিস্ট্রি অলিম্পিয়াডের উদ্বোধনী
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগ আয়োজিত দিনব্যাপী ৭ম বায়োকেমিস্ট্রি অলিম্পিয়াডের উদ্বোধনী অনুষ্ঠান আজ (১৯ মার্চ ২০১৬) শনিবার সকালে কার্জন হল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অলিম্পিয়াডের উদ্বোধন করেন। এতে জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো: ইমদাদুল হক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।