জাবিতে জেইউডিওর নবীন বরণ ও বিতর্ক কর্মশালা

_MG_4745 নসজাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশন’র (জেইউডিও) নবীন বরণ ও বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।শনিবার তিনটায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে এ কর্মশালার উদ্বোধন করেন অধ্যাপক এ কে এম শাহনাওয়াজ। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, যুক্তিবাদী ও মমনশীল মানুষ গঠনে বির্তকের অনবদ্য ভূমিকা রয়েছে। জেইউডিও এর সহযোগিতায় এই নবীনরা প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠবে বলে আশা করছি।

 

Post MIddle

_MG_4723 নতদিনব্যাপী আয়েজনের মধ্যে ছিল, উপস্থাপনা ও বিতর্কের উপর কর্মশালা, প্রদর্শনী বিতর্ক, নবীনদের জন্য কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশন (জেইউডিও) সভাপতি শেখ রাহাত রহমান সভাপতিত্ব অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সংগঠনটির মডারেটর অধ্যাপক এটিএম আতিকুর রহমান, জেইউডিও এর সাবেক সাধারণ সম্পাদক কৌশিক আজাদ প্রণয়, অনুষ্ঠানের আহ্বায়ক কারিমুজ্জামান সানি, সংগঠনের বর্তমান সাধারণ সম্পাদক মো. শাহীনুর রহমান প্রমুখ।

 

লেখাপড়া২৪.কম/জাবি/শারমিন/এমএএ

পছন্দের আরো পোস্ট