আরবি বিশ্ববিদ্যালয়ের আলোচনা সভা আজ

historyইসলামি আরবি বিশ্ববিদ্যালয় কর্তৃক “মাদরাসা শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও আধুনিকীকরণ” এর লক্ষ্যে আলোচনা ও প্রশিক্ষণ কর্মশালা আগামী (১৯ মার্চ‘১৬) শনিবার সকাল ৯ টায় এন. মোহাম্মদ কনভেনশন সেন্টার, সিডিএ এভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম-এ অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আহসান উল্লাহ (আহসান সাইয়েদ) আলোচনা ও প্রশিক্ষণ কর্মশালা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

 

Post MIddle

সভায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী জনাব নুরুল ইসলাম নাহিদ এম.পি, মূখ্য আলোচক প্রফেসর আবদুল মান্নান, মাননীয় চেয়ারম্যান, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন, ঢাকা, উদ্বোধক প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এম.পি, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন- প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী, ভাইস-চ্যান্সেলর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম, প্রফেসর এ.কে.এম ছায়েফ উল্যা, চেয়ারম্যান বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড, ঢাকা, মাওলানা শাব্বীর আহমদ মোমতাজী, মহাসচিব, বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন এবং মাওলানা মুহাম্মদ হুছামুদ্দীন চৌধুরী, সিন্ডিকেট সদস্য ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়, ঢাকা।

 

সভায় সভাপতিত্ব করবেন, প্রফেসর ড. মুহাম্মদ আহসান উল্লাহ (আহসান সাইয়েদ), উপাচার্য, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়, ঢাকা। আলোচনা ও প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করবেন-চট্টগ্রাম বিভাগের ফাযিল ও কামিল মাদরাসার প্রতিনিধিবৃন্দ।

 

 

পছন্দের আরো পোস্ট