অনার্স মাস্টার্স ও পিএইচডিতে রাশিয়া সরকারের স্কলারশীপ

Rassiaরাশিয়ায় স্কলারশীপসহ অনার্স, মাস্টার্স ও পিএইচডি গবেষণার জন্য আগ্রহী শিক্ষার্থীদের থেকে আবেদনপত্র আহবান করা হয়েছে। ২০১৬-১৭ শিক্ষাবর্ষে অধ্যয়নের জন্য এ স্কলারশীপ দিবে রাশিয়া সরকার। আবেদনের কার্যক্রম শুরু হয়েছে ১ মার্চ থেকে। চলবে ১ অক্টোবর পর্যন্ত।

 

রাশিয়ায় স্বাক্ষরতার হার ৯৯.৬%। যা সারা বিশ্বের মধ্যে সর্বোচ্চ। উচ্চশিক্ষার ক্ষেত্রেও এগিয়ে রয়েছে দেশটির বিশ্ববিদ্যালয়গুলো। এছাড়া আইএলটিএস, টোফেল কিংবা জিআরই’র মত ভাষা দক্ষতার শর্ত না থাকায় এখানে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ প্রায় উন্মুক্ত।

 

কোর্স লেভেল:

  • ব্যাচেলর
  • মাস্টার্স
  • পোস্টগ্রাজুয়েট
  • পোস্টগ্রাজুয়েট মেডিকেল স্টাডিজ (ইন্টার্নশিপ, ক্লিনিক্যাল রেসিডেন্সী)

 

বিষয়: শিক্ষার্থীর জন্য যে বিশ্ববিদ্যালয় নির্দিষ্ট করা হবে সে বিশ্ববিদ্যালয়ে আছে এমন সব বিষয়েই পড়তে পারবে।

 

Post MIddle

স্কলারশীপ: বিদেশী শিক্ষার্থীদের জন্য রাশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতে  মোট খরচের ৮০% ভর্তুকি দেয়া হয়। বাকী খরচ শিক্ষার্থীকে বহন করতে হবে। রাশিয়ায় পড়ালেখা করার জন্য প্রতি বছরে খরচ পড়বে প্রায় ২৫০০-৪০০০ মার্কিন ডলার। এর ৮০% স্কলারশীপ দেয়া হবে।

 

যোগ্যতা:

  • আগ্রহী শিক্ষার্থীকে কাঙ্খিত কোর্স-এ ভর্তি হওয়ার জন্য সাধারণত প্রয়োজনীয় যোগ্যতা থাকতে হবে।
  • কোন ক্ষেত্রে দ্বিতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়।
  • যারা ইংরেজী মাধ্যমে পড়তে ইচ্ছুক তাদেরকে ইংরেজী ভাষা দক্ষতা পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
  • শিক্ষাজীবনের কোন ক্ষেত্রে দুই বছরের অধিক বিরতি গ্রহণযোগ্য নয়।
  • কোর্স শুরু করার আগে এক বছর মেয়াদী রাশিয়ান ভাষা শিক্ষা কোর্স-এ অংশগ্রহণ বাধ্যতামূলক

 

আবেদন প্রক্রিয়া: আগ্রহী শিক্ষার্থীকে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনপত্রে প্রদত্ত তথ্য অনুযায়ী প্রাথমিক বাছাইয়ের পর নির্বাচিত শিক্ষার্থীদেরকে পরবর্তী নির্দেশনা দেয়া হবে।

 

অনলাইন আবেদনের জন্য এখানে ক্লিক করুন।##

 

লেখাপড়া২৪.কম/এমএইচ

পছন্দের আরো পোস্ট