নোবিপ্রবিতে বঙ্গবন্ধুর জন্মদিন পালিত

received_1670364793217480জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদ্যাপন উপলক্ষে নোয়াখালী
বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচী পালন করা হয়েছে।

 
কর্মসূচীসমূহের মধ্যে রয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, কেক কাটা, চিত্রাংকন প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও আপ্যায়ন। সকাল ১০টায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামান। ক্রমান্বয়ে হলসমূহ, শিক্ষক সমিতি, অফিসার্স এসোসিয়েশন ও বিভিন্ন সংঘঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর কেক কেটে
উপাচার্য মহোদয় বঙ্গবন্ধুর শুভ জন্মদিন ঘোষণা করেন। এরপর পার্শ্ববর্তী এলাকার স্কুলগুলো হতে আগত শিশু- কিশোরদের মধ্যে চিত্রাংকন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এরপর অনুষ্ঠিত হয় মুক্ত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
উপাচার্য এতে সভাপতিত্ব করেন। উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামান ছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপ-উপাচার্য প্রফেসর ড. মো: আবুল হোসেন, রেজিস্ট্রার প্রফেসর মো: মমিনুল হক, শিক্ষক সমিতির সভাপতি মেহেদী মাহমুদুল হাসান, এগ্রিকালচার বিভাগের প্রভাষক সোহরাব হোসেন, অফিসার্স এসোসিয়েশনের সভাপতি তারেক মো: রাশেদ উদ্দিন, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, নিরাপত্তা কর্মকর্তা এসএম সায়েম, ছাত্র প্রতিনিধি বাপ্পি প্রমুখ। কর্মসূচীসমূহে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও ছাত্রছাত্রীগণ উপস্থিত ছিলেন।

 

Post MIddle

উপাচার্য তাঁর বক্তব্যের শুরুতে উপস্থিত সকলকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনের শুভেচ্ছা জানান। তিনি বলেন, বঙ্গবন্ধু হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী; তাঁর নেতৃত্বেই এদেশের মানুষ মুক্তি অর্জন করেছে, তারা পেয়েছে স্বাধীননসার্বভৌম একটি বাংলাদেশ।

আলোচনা সভা শেষে উপাচার্য মহোদয়,চিত্রাংকন প্রতিযোগিতা ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা অফিসের পরিচালক আফসানা মৌসুমী।#

 

পছন্দের আরো পোস্ট