ঢাবিতে প্রশিক্ষণ কোর্সের সনদপত্র বিতরণী
ঢাকা বিশ্ববিদ্যালয় উচ্চতর সামাজিক বিজ্ঞান গবেষণা কেন্দ্রের সপ্তাহব্যাপী ‘গবেষণা পদ্ধতি প্রশিক্ষণ কোর্স-২০১৬’-এর সনদপত্র বিতরণী অনুষ্ঠান গত বুধবার (১৬ মার্চ) বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান গবেষণা কেন্দ্রের লেকচার থিয়েটারে অনুষ্ঠিত হয়েছে। উচ্চতর সামাজিক বিজ্ঞান গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. সাদেকা হালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করেন। ##
লেখাপড়া২৪.কম/এমএইচ