ঢাকা কলেজে জাতির জনকের জন্মদিন উদযাপন

10426576_905178809602161_5951256106231532625_nবঙ্গবন্ধু শখে মুজবিুর রহমানরে ৯৭তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ১৬ এবং ১৭ র্মাচ ২০১৬ দুই দিন ব্যাপী বর্ণ্যাঢ অনুষ্ঠানমালার আয়োজন করে ঢাকা কলেজ।  দিবসটি উদযাপনে অনুষ্ঠানমালার মধ্যে ১৬ র্মাচ রচনা প্রতিযোগিতা ও ১৭ র্মাচ চিত্রাঙ্কন আনন্দর‌্যালি, বঙ্গবন্ধুর জীবনের উপর আলোকপাত প্রভৃতি।

 

চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করেন মাধ্যমিক ও উচচ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ফাহিমা খাতুন। এ উপলক্ষে র‌্যালিতে ভাইস প্রিন্সিপাল প্রফেসর মো. মোয়াজ্জেম হোসেন মোল্লাহ সহ কলেজের প্রতিটি বিভাগের প্রধান, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ বিএনসিসি, স্কাউটও রেড ক্রিসেন্টের সদস্যরা অংশগ্রহণ করেন। র্যালিটি ক্যাম্পাসের শহীদ মিনার চত্ত্বর হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়।

 

Post MIddle

972182_905207099599332_4246403581297185020_nর‌্যালি শেষে বঙ্গবন্ধুর বর্ণাঢ্য জীবনের উপর আলোচনার সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন শ্ক্ষিা মন্ত্রনালয়ের সচিব মো: সোহরাব হোসাইন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো: মোয়াজ্জম হোসেন মোল্লাহ। আলোচনা সভা শেষে রচনা ও চিত্রাঙ্কণ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি মো: সোহরাব হোসাইন। ##

 

লেখাপড়া২৪.কম/এমএইচ

পছন্দের আরো পোস্ট