বাউবিতে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন

17 Marchজাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৯৬তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন উপলক্ষে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপন করেছে। দিবসটি উদ্যাপনে সকালে ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. খোন্দকার মোকাদ্দেম হোসেন সকালে ধানমন্ডিস্থ ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে গভীর শ্রদ্ধা নিবেদন করে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

 

Post MIddle

সকালে মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য ‘স্বাধীনতা চিরন্তন’ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর প্রতিকৃতিতে পুষ্পামাল্য অর্পণ করে। এ উপলক্ষে আজ (১৭ মার্চ, ২০১৬) বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণের ছেলেমেয়েদের এবং স্থানীয় স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে চিত্রাংকন ও ‘বঙ্গবন্ধুর ছেলেবেলা’ নিয়ে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

 

 

পছন্দের আরো পোস্ট