শেকৃবিতে পাখির রোগের উপর উচ্চতর ট্রেনিং

11054380_486206964896211_6055224266788244269_nপাখি জাতীয় প্রাণীর রোগের উপর বাংলাদেশের শিক্ষার্থীদেরকে নিয়মিত প্রশিক্ষণ দিবে ফ্রান্সের শীর্ষস্থানীয় প্রাণী স্বাস্থ্য বিষয়ক প্রতিষ্ঠান সেভা সান্তে এনিমালি এস এ। রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এনিম্যাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদে প্রতি বছর সারাদেশ থেকে নির্বাচিত ৩০ জন প্রশিক্ষনার্থী নিয়ে চার সপ্তাহ ব্যাপী এ প্রশিক্ষণ দেয়া হবে।

 

সেভা’র পক্ষ থেকে ভেটেরিনারি স্কুল অফ প্যারিসের প্রশিক্ষকগণ শেকৃবি’র মেডিসিন এন্ড পাবলিক হেলথ বিভাগের অধীনে এ প্রশিক্ষণ দিবেন। উক্ত বিভাগের চেয়ারম্যান ডঃ কে, বি, এম, সাইফুল ইসলাম জানান, দীর্ঘদিন ইমেইলে যোগাযোগের পর আজ সকালে সেভা’র স্ট্রাটেজি এন্ড বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের পাবলিক হেলথ জুওনোসিস এন্ড ফুড সেফটি পরিচালক ডঃ পিয়েরে মেরি বর্ন এর নেতৃত্বে একটি প্রতিনিধিদল প্রশিক্ষণের জন্য বিশ্ববিদ্যালয়ের সক্ষমতা যাচাই করতে আসেন। এসময় তিনি বিভিন্ন গবেষণাগার, শ্রেণীকক্ষ, গবেষণার সুযোগ ইত্যাদি বিষয়ে পর্যবেক্ষণ করেন এবং বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্যসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে সাক্ষাত করেন।

 

Post MIddle

এসময় শেকৃবি’র গবেষণা বিভাগের পরিচালক প্রফেসর ডঃ মোঃ আনোয়ারুল হক বেগ, এনিম্যাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন প্রফেসর ডঃ মোঃ মোফাজ্জল হোসাইন, এনিম্যাল প্রোডাকশন এন্ড ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডঃ মোঃ জাহাঙ্গীর আলম, মেডিসিন এন্ড পাবলিক হেলথ বিভাগের চেয়ারম্যান ডঃ কে, বি, এম, সাইফুল ইসলাম, এনাটমি, হিস্টোলজি ও ফিজিওলজি বিভাগের চেয়ায়ম্যান ডঃ মোহাম্মদ সাইফুল ইসলাম সহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

এনিম্যাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদ, ভেটেরিনারি স্কুল অফ প্যারিস ও সেভা সান্তে এনিমালি এস এ এর ত্রিপক্ষীয় চুক্তির মাধ্যমে মেডিসিন এন্ড পাবলিক হেলথ বিভাগের অধীনে এ প্রশিক্ষণ দেয়া হবে বলে জানা গেছে।

 

লেখাপড়া২৪.কম/শেকৃবি/জাবের/এমএএ

পছন্দের আরো পোস্ট