প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা বাতিল দাবি

Psc jdcপঞ্চম শ্রেণীর প্রাথমিক সমাপনী পরীক্ষা বাতিল, শিক্ষা ক্ষেত্রে অনিয়ম এবং কোচিং ও শিক্ষা বাণিজ্য নিষিদ্ধের দাবি জানিয়েছে অভিভাবক ঐক্য ফোরাম। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানায়।

 

সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি জিয়াউল কবির বলেন, শিক্ষা ক্ষেত্রে অনিয়ম-দুর্নীতি, অবৈধ ভর্তি কোচিং ও শিক্ষা বাণিজ্য মহামারি রূপ নিয়েছে। নামকরা অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির নীতিমালা উপেক্ষা করে টাকার বিনিময়ে ছাত্রছাত্রী ভর্তির অভিযোগ উঠছে। তিনি আইনের মাধ্যমে কোচিং এবং শিক্ষা বাণিজ্য নিষিদ্ধের দাবি জানান। সবশেষে কর্মসূচি ঘোষণা করা হয়।

 

Post MIddle

এ কর্মসূচির মধ্যে রয়েছে আজ প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ, ১৭ মার্চ থেকে ২৪ মার্চ পর্যন্ত স্কুলে স্কুলে গণসংযোগ ও লিফলেট বিতরণ, ২৫ মার্চ সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন এবং ২ এপ্রিল মতবিনিময় সভা।

 

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক আতিকুর রহমান, সহ-সভাপতি সেলিম উদ্দিন, ফাহিম উদ্দিন, আবদুস সোবাহান প্রমুখ।

পছন্দের আরো পোস্ট