রাবিতে বঙ্গবন্ধু ও জাতীয় শিশু দিবস কর্মসূচি

RU Pic1 16.03.2016১৭ মার্চ (বৃহস্পতিবার) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিবস ও জাতীয় শিশু দিবস। দিবসটি উদ্যাপনের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গৃহিত কর্মসূচির মধ্যে আছে এদিন সকাল ৭:৪৫ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্ড়বক অর্পণ, সকাল ৮টায় ‘সাবাস বাংলাদেশ’ চত্বর থেকে শোভাযাত্রা, সকাল ৮:৩০ মিনিটে শেখ রাসেল মডেল স্কুল প্রাঙ্গণে এবং সকাল ৯টায় রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল প্রাঙ্গণে শিশু সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

 

Post MIddle

সকাল ১১টায় রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল প্রাঙ্গণে চিত্রাংকন প্রতিযোগিতা এবং বাদ জোহর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহ্ফিল। ঐদিন শহীদ স্মৃতি সংগ্রহশালা সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দর্শকদের জন্য খোলা থাকবে।

 

লেখাপড়া২৪.কম/রাবি/পিআর/এমএএ

পছন্দের আরো পোস্ট