ঢাবি উপাচার্যের সাক্ষাতে অ্যাওয়ার্ড অর্জনকারী দল

15-03-2016_যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া ভিত্তিক প্রতিষ্ঠান ‘এন্ট্রিপ্রিনিয়ার্স অর্গানাইজেশন’ আয়োজিত বিশ্ববিদ্যালয় আন্ডারগ্র্যাজুয়েট শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘গ্লোবাল স্টুডেন্ট এন্ট্রিপ্রিনিয়ার অ্যাওয়ার্ড ২০১৬’ অর্জনকারী ঢাকা বিশ্ববিদ্যালয় বিজনেস স্টাডিজ অনুষদের দুই সদস্যের ‘নিউট্রিফিড’ শিক্ষার্থী দল মঙ্গলবার (১৫ মার্চ) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সঙ্গে তাঁর অফিসে সাক্ষাৎ করেছেন।

 

Post MIddle

দলের সিইও হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী আবদুর রহমান (সজীব) এবং হেড অব ফিন্যান্স হিসেবে ছিলেন ফিন্যান্স বিভাগের শিক্ষার্থী মো. ফজলে এলাহী। এ সময় বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলামসহ অনুষদের সংশ্লিষ্ট শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।#

 

লেখাপড়া২৪.কম/আরএইচ

পছন্দের আরো পোস্ট