ঢাবি উপাচার্যের কলকাতার বিশ্ববিদ্যালয় পরিদর্শন
ভারতে দুইদিনের সফরকালে (১৪ মার্চ) সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক কলকাতার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় এবং প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেন। এ সময় রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সব্যসাচী বসুরায়চৌধুরী ও প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক অনুরুদ্ধ লোহিয়া-এর সাথে তিনি সাক্ষাৎ করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে ভারতের এ দুটো বিশ্ববিদ্যালয়ের যৌথ শিক্ষা ও গবেষণার বিষয়ে আলোচনা করেন।

এখানে উল্লেখ করা যেতে পারে যে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে ভারতের বহু বিশ্ববিদ্যালয়ের যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম পরিচালনায় সমঝোতা চুক্তি রয়েছে। সাক্ষাৎকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আরেফিন সিদ্দিক অধ্যাপক সব্যসাচী বসুরায়চৌধুরী ও অধ্যাপক অনুরুদ্ধ লোহিয়াকে তাঁদের সুবিধা মতো সময়ে বাংলাদেশ সফর ও ঢাকা বিশ্ববিদ্যালয় পরিদর্শনের আমন্ত্রণ জানান।
লেখাপড়া২৪.কম/ঢাবি/পিআর/এমএএ